পদ্মবিভূষণ পেলেন শিনজো আবে সহ সাত, মরণোত্তর পদ্মভূষণ গগৈ, কেশুভাইকে

Odd বাংলা ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বহু প্রতীক্ষিত পদ্ম পুরস্কারের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার সাত জন পদ্মবিভূষণ ও দশজনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। ১০২ জন কৃতিকে পদ্মশ্রী দিয়েছে মোদী সরকারকে। 

পদ্মভূষণের প্রাপকের তালিকায় প্রথম নামটি হল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁর আমলে ভারত-জাপান সম্পর্ক নয়া উচ্চতায় যায়। তাঁর স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার। প্রয়াত গায়ক এসপি বালাসুহ্মমনিয়ম পেয়েছেন মরণোত্তর পদ্মবিভূষণ। এছাড়াও মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন বিজ্ঞানের জন্য নরিন্দর সিং কাপানি, যিনি ফাইবার অপটিকস নিয়ে কাজ করেছেন। পদ্মবিভূষণ প্রাপক বাকিরা হলেন মনিপাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট হার্ট স্পেশালিস্ট মোনাপ্পা হেগডে (চিকিৎসা), রাম মন্দির নিয়ে বই লেখা  বিবি লাল ( স্থাপত্যবিদ), বালি নিয়ে অনবদ্য শিল্পকর্ম করা  সুদর্শন সাহু (শিল্প), ইসলামিক স্কলার  মৌলানা ওয়াহিদুল্লা খান (আধ্যাত্মবাদ)। 

পদ্ম পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আছেন ২৯জন মহিলা, ১০জন বিদেশি বা ভারতীয় বংশোদ্ভূত, মরণোত্তর পুরস্কার পেয়েছেন ছয়জন ও একজন তৃতীয় লিঙ্গের মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.