বাতিল হল দশম শ্রেণীর পরীক্ষা, সরাসরি একাদশ শ্রেণীর ক্লাস শুর হবে

Highlights: 

দশম শ্রেণীর পরীক্ষা ছাড়াই শুরু করা হবে একাদশ শ্রেণীর ক্লাস।

Odd বাংলা ডেস্ক: ভারতীয় স্কুল শংসাপত্র পরীক্ষার জন্য কাউন্সিল (সিআইএসসিই) দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। CISCE সিদ্ধান্ত নিয়েছে যে অবিলম্বে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে হবে। “আগের বিজ্ঞপ্তিতে প্রদত্ত বিকল্পগুলি এখন প্রত্যাহার করে নেওয়া হল। শিক্ষার্থী এবং শিক্ষকদের  নিরাপত্তা এবং মঙ্গলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। 

আরও পড়ুন:

✔ করোনার চিকিৎসা করাতে PF থেকে লোন পাবেন আপনি

✔ আসছে না জ্বর, করোনায় আক্রান্ত নব প্রজন্মের উপসর্গ বয়স্কদের চেয়ে একদম আলাদা!

যদিও সিআইএসসিই এখনও শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য এই মানদণ্ডটি জানায়নি, যে কীভাবে তারা দেখবে যে কেউ একাদশ শ্রেণীর যোগ্য কিনা। তবুও তারা  স্কুলগুলিকে এই শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু করে দিতে বলেছে। আর এটা মূলত অনলাইন হবে। 

এই বিজ্ঞপ্তি শুধুমাত্র ICSE বোর্ডের জন্য। রাজ্য বোর্ডের তরফে এখনও এমন কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.