লকডাউন উঠলে আবার শরীর বিক্রি করবে ওরা, তাই এখন জিমে

Odd বাংলা ডেস্ক: মুদির দোকানের বাইরে লাইন করে দাঁড়িয়ে থাকাটা কিউবায় খুব সাধারণ ব্যাপার৷ কিন্তু করোনাকালে অর্থনীতির সংকটের মধ্যে দ্রব্যের সংকটের কারণে এই লাইন আগের তুলনায় দীর্ঘ এবং দীর্ঘ সময়ের জন্য হয়৷ আর এই লাইনে দাঁড়িয়ে থাকাটাকে অনেকে নতুন পেশা হিসেবে নিয়েছেন৷ মানে লাইন ধরে দাঁড়িয়ে মাল কিনে সেটাকে আবার ব্ল্যাক মার্কেটিং করছে কিউবার মানুষ। মানে সেটাকে আবার চরা দামে বিক্রি করে দিচ্ছে অপেক্ষাকৃত ধনীদের কাছে। 

কিন্তু এরই মাঝে এই দেশের দেহ ব্যবসায়ীদের দিকে তাকালে অবাক হতে হচ্ছে। লকডাউনের পর আবার তাদের দেহ বিক্রি করেই সংসার চালাতে হবে। তাই এই লকডাউনে বসে থাকতে থাকতে তারা যাতে মোটা না হয়ে যায় তাই তারা নিজেরাই বাড়িতে একটি করে জিম বানিয়ে ফেলেছে। 

এই জিমগুলি সস্তায় লোহার রড দিয়ে বানিয়েছে তারা। বনিয়াল নামে একটি মেয়ে সংবাদ মাধ্যমকে জানায়। কিউবাতে এখন ফিট মেয়েদের চাহিদা বেশি। মোটা হলে কাস্টমার পাওয়া দায় তাই তারা এখন জিম করতে ব্যস্ত।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.