করোনা টিকা নিতে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে উন্মুক্ত কনসার্ট

Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ যোগাতে যুক্তরাষ্ট্রে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই কনসার্টে।

জানা গেছে, সেই কনসার্টে করোনা টিকা নেওয়া ব্যক্তিদের জন্য রয়েছে বিশেষ ছাড়। করোনা টিকা নেওয়া ব্যক্তিদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৮ ডলার। 

অন্যদিকে যারা এখনো করোনাভাইরাসের টিকার ডোজ নেননি, তাদের জন্য সেই কনসার্টে প্রবেশের মূল্য এক হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

কনসার্টের আয়োজকরা জানান, করোনার কারণে বহুদিন ধরে মানুষ বন্দি জীবন পার করছে। জনগণকে বন্দিদশা থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন। সেই সঙ্গে জনগণকে টিকা নিতে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য রয়েছে।

চলতি বছরের ২৬ জুন কনসার্টটি অনুষ্ঠান হবে। নামকরা ব্যান্ডের সদস্যরা সেখানে গান গাইবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.