মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ হবে কবে, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: চলতি বছরে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক (HS Exam 2021) পরীক্ষার সূচি ঘোষণা হতে চলেছে আগামীকাল দুপুরে। জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ সংসদ ও পর্ষদ যৌথভাবে পরীক্ষাসূচি ঘোষণা করবে।

বহু টালমাটাল অবস্থার পর মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক (HS Exam 2021) পরীক্ষা কবে হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।নবান্নে সাংবাদিক বৈঠকে খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু জুলাই মাসের শেষ সপ্তাহে। করোনা আবহে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে নয়া নিয়মে।

মুখ্যমন্ত্রী জানান, ৩ ঘণ্টার পরীক্ষা দেড় ঘণ্টায় করা হবে। স্কুলেই পরীক্ষা নেওয়া হবে। ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। স্কুলের নম্বর দেওয়া হবে ঐচ্ছিক বিষয়ে। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.