চায়ের সঙ্গে খেয়ে ফেলুন কাপও!

 


ODD বাংলা ডেস্ক: চা নিয়ে বহু কিছু হয়েছে। চা এর প্রতি এর প্রেমীদের আগ্রহের কারণেই এতো কিছু। কখনো সাত রংয়ের চা। আবার কখনো বিভিন্ন উপকরণের ভিন্ন ভিন্ন স্বাদের চা। যেমন লেবু চা, মাল্টা চা, মরিচ চা কিংবা তেঁতুল চা ইত্যাদি। 


এই চা নিয়ে গবেষণা চলছেই। আর এতেই অভিনব বহু জিনিস প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে। এসব আবিষ্কারে থাকে নানা চমক। চলছে পরিবেশবান্ধব জিনিসপত্র তৈরিরও প্রচেষ্টা।


তবে এবার অভিনব এক জিনিস তৈরি করে সবাইকে চমকে দিয়েছে ভারতের হায়দরাবাদের একটি সংস্থা। এরা তৈরি করেছে এমন একটা চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে।  শুনতে অবাক লাগলেও ঘটনাটা কিন্তু সত্যি।


ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই  কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠাণ্ডা কিংবা গরম, যেকোনো পানীয় খাওয়া যাবে সেই কাপে।


প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই কাপ। নাম দেয়া হয়েছে ইট কাপ (eat cup)। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি এমন উদ্যোগ নিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.