ABOUT US

ইতিহাস বলছে একটি নিরপেক্ষ গণমাধ্যম সমাজ সংস্কারক হয়ে উঠতে পারে। কিন্তু আজকের মিডিয়া মোনোপলি সে কথা গঙ্গাজলে বিসর্জন দিয়ে এসেছে। মতাদর্শকে নিয়ন্ত্রণ করার যে প্রচেষ্টা এই মুহূর্তে সমাজ জুড়ে চলছে তাতে সংবাদ মাধ্যমগুলির নিরপেক্ষতা প্রশ্নের সম্মুখীন। বাংলা ভাষার উন্নয়ন ও বাঙালি জাতির তথ্যগত দিকটা আজ ভুলতে বসেছে সব গণমাধ্যমই। পৃথিবীর এক বিন্দুতে পড়ে থাকা বাঙালি জাতির কাছে বিশ্বের দরবার খুলে দেওয়াই "Odd বাংলার" মূল উদ্দেশ্য। TV, RADIO এবং NEWS PAPER-এ যে ভাষা এবং নৈতিক নিয়ন্ত্রণটুকু ছিল সেটা ডিজিটাল প্যাটফর্মে উধাও হয়েছে। অনায়াশে খিস্তি যুক্ত স্ক্রিপ্ট লিখে যুব সমাজের কাছে সস্তায় পাবলিসিটি চাওয়ার চেষ্টা অনেক ডিজিটাল মিডিয়া করছে।  সেই চেনা পথে না হেঁটে "Odd বাংলা" একটি নতুন ফরম্যাটে তার পাঠকদের কাছে কন্টেন্ট তুলে দিতে চাইছে।
                                  চিত্তাকর্ষক ভালো কন্টেন্ট রচনায় বেশি সময় দেওয়া যাবে না বলে যৌন সুরসুরি যুক্ত ইঁতর কন্টেন্ট পর্যন্ত রচনা করা হচ্ছে। ডেস্কে বসে থাকা রাইটাররা যা লিখে নিজেদের সংসার চালানোর দায়ে, গণজ্ঞাপন শিক্ষার অধ্যায়গুলোকে ম্যানেজমেন্টের কাছে বেচে দিয়ে আসছে। এর মাঝে কয়েকজন সদ্য গণজ্ঞাপন ও সাংবাদিকতার পড়াশোনা শেষ করে আসা শিক্ষার্থীরা (বর্তমানে অন্য ডিজিটাল মিডিয়াতেও কর্মরত) মিলে শুরু oddbangla.com -এর পথ চলা। আমরা জানি সময় ও মেধা দিয়ে যে কন্টেন্ট তৈরি করা হবে তা অন্তত কিছু বাঙালি পাঠকের মন ছুঁয়ে যাবে।

  
For Any Clarification write to us at:  oddbangla@gmail.com




Blogger দ্বারা পরিচালিত.