৮৫ বছরে পা রেখেছিলেন বলিউডে, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী পুষ্পা যোশী


Odd বাংলা ডেস্ক: ৮৫ বছর বয়সে অজয় দেবগণের 'রেইড' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুষ্পা যোশী। ৮৬ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রেইড ছবির পরিচালক রাজ কুমার গুপ্তা। 




বয়সের ভারে ঝুঁকে গেলেও তাঁর এনার্জি কিন্তু আকাশ ছুঁয়েছিল। তবে দিন কয়েক আগে বাড়িতে পড়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৬ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অজয় দেবগণ এবং কাজলও তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। পুষ্পাদেবী স্বতঃস্ফূর্ততার কারণেই তাঁকে খুব ভালবেসেছিলেন কাজল। সম্প্রতি ফেভিক্যুইকের একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাঁকে। 

Blogger দ্বারা পরিচালিত.