Odd বাংলা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। আর বিয়ের ওই বিশেষ দিনে নিজেকে নতুন করে পেতে চান সকলেই। সারা বছর না পরলেও বিয়ের দিনে নিজের লুককে আরও এনহ্যান্স করতে নোজপিনের জুরি মেলা ভার। গত বছর একের বলি সেলেবদের বিয়ের খবর প্রকাশের পর থেকেই তাঁদের মতো করে সাজগোজ করার একটা প্রবণতা দেখা দিয়েছে আজকালকার বিয়ের কনেদের মধ্যে। তাই এক্সক্লুসিভলি আপনাদের জন্য রইল অসাধারণ কিছু নথের কালেকশন।
 |
| Image Source- Bling Sparkle |
১) এক্সক্লুসিভ ব্রাইডাল নোজরিং- বিয়ের কনের জন্য একেবারে আদর্শ এই নোজপিন। শাড়ি বা লেগেঙ্গার সঙ্গে মানানসই পাথর খচিত এই নোজরিং আপনার বিয়ের সাজকে সম্পূর্ণ করবে।
 |
| Image Source- Bling Sparkle |
|
২) কুন্দন ব্রাইডার নোজরিং- কুন্দনের কাজ বরাবরই ট্রেন্ডি। বিয়ের দিনের বিশেষ সাজে কুন্দনের নোজ রিং আপনার চেহারায় আনবে উজ্জ্বল দীপ্তি।
 |
| Image Source- Bling Sparkle |
|
৩) যোধা-স্টাইল বিগ হুপ ব্রাইডাল নোজ রিং- যোধা-আকবর সিনেমায় ঐশ্বর্য রাইয়ের মতো বড় হুপ নোজ রিং বিশেষ মাত্রা এনে দেবে বিয়ের সাজে। তলে তার আগে নিশ্চিত হন যে এই নোজরিং আপনি সাবলীলভাবে ক্যারি করতে পারবেন কিনা।
 |
| Image Source- Bling Sparkle |
|
৪) কনটেম্পরারি ব্রাইডাল নোজ রিং- বিয়ের সাজ যদি ট্র্যাডিশনাল না হয়ে কনটেম্পরারি হয়, তাহলে নোজরিং-এও থাকুক কনটেম্পরারির ছোঁয়া।
 |
| Image Source- Bling Sparkle |
|
৫) নোজপিন উইথ চেইন- বিশেষত রিসেপশনের সাজে এই ধরণের নোজপিন কিন্তু আজকাল সকলেই পরে থাকেন। আপনার লুকে হাল্কা ওয়েস্টার্ন ছোঁয়া দিতে এই নোজপিন কিন্তু অতুলনীয়।
Post a Comment