'অ্যয় বতন', কালজয়ী গানে একসঙ্গে গলা মেলালেন রাশিয়ান মিলিটারিরা


Odd বাংলা ডেস্ক: ১৯৬৫ সালের বিখ্যাত ছবি 'শহিদ'-এর এক কালজয়ী দেশাত্ববোধক গান মহম্মদ রফির কণ্ঠে জনপ্রিয় গান 'অ্যয় বতন'-এর সঙ্গে ঠোঁট মেলালেন রাশিয়ান মিলিটারি ক্যাডেট। সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশিত একটি ভিডিওতে ধরা পড়েছে এমনই বিরল দৃশ্য। মিলিটারি ক্যাডটের সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে গাইলেন 'অ্যয় বতন অ্যয় বতন হামকো তেরি কসম'।




রাশিয়ার মস্কোতে আয়োজিত একটি অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন রাশিয়ান মিলিটারি ক্যাডেটরা। মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডয়ার রাজেশ পুশকরও তার ক্যাডেটের সঙ্গে গান করতে দেখা যায় ওই ভিডিওতে। ভিডিওি রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

১৯৬৫ সালে শহিদ ভগৎ সিংকে নিয়ে তৈরি এই বিখ্যাত ছবির গান বহু মানুষেরই হৃদয়কে বিদ্ধ করেছিল। আর এবার বিদেশি সেনাকর্মীদের এই গানে ঠোঁট মেলাতে দেখে কার্যত হতবাক নেটিজেনরা। 
Blogger দ্বারা পরিচালিত.