পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ, বরখাস্ত ৩ পুলিশকর্মী
Odd বাংলা ডেস্ক: তেলেঙ্গানায় ২৬ বছর বয়সী পশু চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল দেশবাসী। নির্ভয়া-আসিফার ঘটনার পর মেয়েদের ওপর অত্যাচারের চিত্রটা যে এতটুকু বদলায়নি তা ফের প্রমাণ করল প্রিয়ঙ্কা রেড্ডির মৃত্যুর ঘটনা। শনিবার শহরের একাধিক এলাকায় মোমবাতি মিছিল করে তাঁর ওপর হওয়া নৃশংস অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান সাধারণ মানুষ। তাঁদের একটাই দাবি, দোষীদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ তুললেন প্রতিবাদীরা। অভিযোগ ঘটনার পর এফআইআর দায়ের করতে অস্বীকার করেন তিন পুলিশকর্মী। আর সেই অভিযোগের ভিত্তিতে সাব ইন্সপেক্টর এম রবি কুমার, প্রধান কনস্টেবেল পি ভেনু গোপাল রেড্ডি এবং সত্যনারায়ণ গৌড়া-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত এক ট্রাক-চালক এবং একজন সাফাইকর্মী-সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ফাস্ট ট্র্যাক আদালতে বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক রাজনীতিবিদও। তবে তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ছিল, তরুণী শিক্ষিতা হওয়া সত্ত্বেও কেন পুলিশকে ফোন না করে নিজের পরিবারের ফোন করলেন, তাহলে হয়তো তিনি বেঁচেও যেতে পারতেন!- আর তার এই মন্তব্যের জেরে উঠেছে প্রতিবাদের ঝড়।





Post a Comment