২০২০ সালে মহাশিবরাত্রির দিণক্ষণ ও সময় জেনে নিন
Odd বাংলা ডেস্ক: প্রতি বছরই মহা সমারহে পালিত হয় শিবরাত্রির পুজো। আর সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই বহু জায়গায় প্রস্তুতি প্রায় তুঙ্গে। এক ঝলকে জেনে নিন ২০২০ সালে শিবরাত্রি কোন সময় লাগছে।
আগামী ২১ ফেব্রুয়ারি, শুক্রবার পালিত হবে মহাশিবরাত্রি। বিশ্বাস করা হয়, ওই দিন সারারাত জেগে উপবাস রেখে শিবের কাছে প্রার্থনা করলে নিজের মনের ইচ্ছে পূরণ হয়।
মহাশিবরাত্রির শুভ সময়
- চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে।
- চতুর্দশী তিথি শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যে ৭টা ০২ মিনিটে।
- প্রথম প্রহর পুজোর সময় - বিকাল ৫টা ৩৬ থেকে রাত ৮টা ৪৩ মিনিট পর্যন্ত।
- দ্বিতীয় প্রহর পুজোর সময় - রাত ৮টা ৪৩ থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত।
- তৃতীয় প্রহর পুজোর সময় - রাত ১১টা ৫০ থেকে ২২ ফেব্রুয়ারি, রাত ২টা ৫৭ মিনিট পর্যন্ত।
- চতুর্থ প্রহর পুজোর সময় - ২২ ফেব্রুয়ারি রাত ২টা ৫৭ থেকে সকাল ৬টা ০৪ মিনিট পর্যন্ত।
- নিশিকাল পুজোর সময় - ২১ ফেব্রুয়ারি, রাত ১১টা ২৫ থেকে ২২ ফেব্রুয়ারি রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত।





Post a Comment