Odd বাংলা ডেস্ক: বলিউডে বহু পুরুষ অভিনেতাই মহিলা চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ নিয়েছেন। কারওর কারওর ছদ্মবেশ এতটাই মজাদার ছিল যে, হাস্যরসের মাধ্যমেই তাদের অভিনয় মনে রেখেছেন দর্শকরা। তবে অনেক অভিনেকতা এমনও ছিলেন যাঁরা তাঁদের ছদ্মবেশকে আড়াল করতে পারেননি। কোনও কোনও ছবিতে দীর্ঘক্ষণ ধরে অভিনয় করেছিলেন অনেতকে আবার অনেকেই স্বল্প দৈর্ঘের চরিত্রেও অভিনয় করেছেন।
দেখে নিন এমন কিছু অভিনেতাদের, যাঁরা বড় পর্দায় মেয়ে সেজে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের-
 |
| আয়ুস্মান খুরানা (ছবি-ড্রিম গার্ল) |
 |
| রাম কাপুর, সইফ আলি এবং হৃতেশ দেশমুখ (ছবি- হামসকল) |
 |
| হৃতেশ দেশমুখ (ছবি- অপনা স্বপ্না মানি মানি) |
 |
| শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, অজয় দেবগণ (ছবি-গোলমাল) |
 |
| সলমন খান (ছবি- জানে-এ-মন) |
 |
| শাহরুখ খান (ছবি-ডুপ্লিকেট) |
 |
| শ্রেয়াস তালপাড়ে (ছবি- পেয়িং গেস্ট) |
 |
| শাহিদ কাপুর (ছবি- মিলেঙ্গে মিলেঙ্গে) |
 |
| কমল হাসান (ছবি- চাচি ৪২০) |
 |
| আমির খান (ছবি- বাজি) |
 |
| অক্ষয় কুমার ও দীপক তিজোরি (ছবি- খিলাড়ি) |
 |
| ঋষি কাপুর (ছবি- রাফু চক্কর) |
 |
| গোবিন্দ (ছবি- আন্টি নম্বর ওয়ান/ রাজা বাবু) |
Post a Comment