তামিলনাড়ুতে মৃত প্রথম করোনা আক্রান্ত, সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে ১১


Odd বাংলা ডেস্ক: দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে ধীর গতিতে হলেও পাল্লা দিয়ে বাড়ছে দেশে আক্রান্তের সংখ্যা। এবার তামিলনাড়ুতে প্রাণ হারাল প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি। যার ফলে সারা দেশে করোনার ফলে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ১১। 

বুধবার ভোররাতে তামিলনাড়ুর করোনা আক্রান্ত ওই ব্যক্তি প্রাণ হারান বলে খবর। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী পি বিজয়শংকর এদিন টুইট করে জানান, রাজাজি হাসপাতালে বছর ৫৪-র ওই ব্যক্তি মারা গিয়েছেন বলে খবর। দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন। সেইসঙ্গে ছিল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা। 

প্রসঙ্গত, এর আগেই জানা গিয়েছিল যে, রাজ্যে নতুন করে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৩ জনের শরীরে। তাঁরা বর্তমানে আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি গত মঙ্গলবার সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৫০জনেরও বেশি। 
Blogger দ্বারা পরিচালিত.