বাড়িতে নিয়মিত বাদুর চামচিকের আনাগোনা-এই নিয়ে প্রচলিত কয়েকটি সংস্কারের কথা জানুন


Odd বাংলা ডেস্ক: বিশেষত পুরনো বাড়িতে বাদুড় ও চামচিকের আনাগোনা থাকে। বাদুড় বা চামচিকে নিয়ে বিচিত্র সব সংস্কার প্রচলিত রয়েছে। জেনে নিন সেগুলি কী কী-

১) পশ্চিমি সংস্কৃতি অনুসারে বলা হয় বাদুড় বা চামচিকে যদি বাড়ির চারপাশে তিন বার চক্কর খায়, তা হলে তা ঘোর বিপদের পূর্বাভাস। 

২) ইউরোপের বগু জায়গাতেই বিকেলে বাদুড় ওড়াকে খারাপ আবহাওয়ার ইঙ্গিত বলে মনে করা হয়। 

৩) ভারতের পাশাপাশি আরও অনেক দেশে দিনের বেলায় বাদুড় দেখাকে অশুভ বলে মনে করা হয়। 

৪) তবে বাদুড় বা চামচিকে মাথার উপরে পড়াকে শুভ বলে মনে করা হয় অধিকাংশ জায়গায়। 

৫) তবে বাদুড় হত্যা করাকে মহাপাপ বলে মনে করা হয়। বলা হয় এতে হত্যাকারীর আয়ু এতে কমে আসে। 

৬) বিয়ে বা কোনও শুভ কাজের সময়ে বাড়িতে বাদুড় বা চামচিকের আনাগোনা কিন্তু অমঙ্গল বলেই মনে করা হয়।

৭) ইউরোপের বহু বাড়িতে বাদুড় বা চামচিকে ঢোকাকে অমঙ্গলজনক বলে ধরা হয়। মনে করা হয়, নিয়মিত বাড়িতে বাদুড়ের প্রবেশ পরিবারের কারওর মৃত্যু বার্তা বয়ে নিয়ে আসে। 

৮) বাড়িতে বার বার বাদুড়ের প্রবেশ হলে তা কিন্তু কোনও অশুভ আত্মার উপস্থিতিকে বুঝিয়ে দেয়। মনে করা হয়, সেই আত্মাই তার অনুষঙ্গ হিসেবে বাদুড় বা চামচিকেকে চালিত করছে। 

বি. দ্র.- এইসব সংস্কারগুলি বিভিন্ন সংস্কৃতিতে প্রাচীনকাল থেকে চলে আসছে। কুসংস্কারে বিশ্বাস করা কখনওই কাম্য নয়। Odd বাংলা কুসংস্কারকে প্ররোচনা দেয় না। 
Blogger দ্বারা পরিচালিত.