করোনায় সবচেয়ে সংক্রমিত ১০টি দেশ


Odd  বাংলা ডেস্ক: করোনাভাইরাস বা কোভিড-১৯ চীনের হোবেই প্রদেশের উহান থেকে প্রথম ছড়ালেও বর্তমানে বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। সর্বশেষ তথ্যমতে বিশ্বের ১৭৭টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। প্রতি মুহুর্তে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। মৃতের সংখ্যা বাড়ছে হু-হু করে। শনিবার সকাল ১০.৫৫ টা পর্যন্ত করোনার তথ্য সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়াল্ডোমিটারের সর্বশেষ তথ্যমতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত ১০ দেশ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
১. ইটালি: মোট আক্রান্ত ৪৭ হাজার ২১ জন৷ করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে৷ সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২৷ আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম৷ মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১২৯জন৷
চীন: বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে৷ সেখানে মোট আক্রান্ত ৮১ হাজার ১৯৯জন৷ মারা গেছেন ৩ হাজার ২৫৫ জন৷ কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি৷ চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ৭৪০ জন৷
ইরান: মোট আক্রান্ত ১৯ হাজার ৬৪৪ জন৷ মারা গেছেন ১ হাজার ৪৩৩ জন৷ সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৫জন৷
স্পেন: মোট আক্রান্ত ২১ হাজার ৫৭১জন৷ মারা গেছেন ১৯৩ জন৷ সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৮ জন৷
ফ্রান্স: মোট আক্রান্ত ১২ হাজার ৬১২ জন৷ মারা গেছেন ৪৫০ জন৷ সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৭ জন৷
মার্কিন যুক্তরাষ্ট্র: মোট আক্রান্ত ১৯ হাজার ৬৫৮ জন৷ মারা গেছেন ২৬৪ জন৷ সুস্থ হয়েছেন ১৪৭ জন৷
যুক্তরাজ্য: যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৩ জন৷ মারা গেছেন ১৭৭ জন৷ সুস্থ হয়েছেন ৬৫ জন৷
দক্ষিণ কোরিয়া: মোট আক্রান্ত ৮ হাজার ৭৯৯ জন৷ মারা গেছেন ১০২ জন৷ সুস্থ হয়েছেন ২ হাজার ৬১২ জন৷
নেদারল্যান্ডস: মোট আক্রান্ত ২ হাজার  ৬৫৮ জন৷ মারা গেছেন ২৬৪ জন৷ সুস্থ হয়েছেন ২ জন৷
১০জার্মানি: মোট আক্রান্ত ১৯ হাজার ৮৪৮ জন৷ মারা গেছেন ৬৮ জন৷ সুস্থ হয়েছেন ১৪৭জন৷
Blogger দ্বারা পরিচালিত.