সারা দেশে করোনা আক্রান্ত প্রায় ২৮ হাজার, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৮ জন


Odd বাংলা ডেস্ক: সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৯৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই মুহূর্তে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৭,৯৮২। 

সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, সারা দেশে এই মুহূর্তে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ৮৭২। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৮ জন করোনা রোগী। স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানা গিয়েছে, এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ ২০,৮৩৫ জন রোগী। 

তবে আশাব্যঞ্জক খবর হল করোনার যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬,১৮৪ জন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কি না তা নিয়ে এখন শুরু হয়েছে। তবে তা অবশ্য আলোচনাসাপেক্ষ কিন্তু ইতিমধ্যেই একাধিক রাজ্যের তরফে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত হটস্পট এলাকাগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখন সময়ের অপেক্ষা।
Blogger দ্বারা পরিচালিত.