লকডাউনের মধ্যে ড্রোন উড়িয়ে বাড়ি বাড়ি গুটখা পাঠিয়ে গ্রেফতার ২
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে সারা দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। ব্যক্তিগত এবং সাধারণ যানবাহনও রাস্তায় বেরেনো নিষেধ। প্রয়োজনীয় পরিষেবা ছাড়া কোনওভাবেই রাস্তায় বেরোতে বারণ করা হচ্ছে। প্রথম দফা লকডাউনের মধ্যেই ফের দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছে রাজ্যসরকারগুলি।
কিন্তু দেশের একাধিক কোণা থেকে মাদকসেবীরা মদ সংগ্রহের ক্ষেত্রে কোনও প্রকার বাধা-নিষেধ মানছেন না। ইতিমধ্যেই একাধিক জায়গায় লুকিয়ে মদ কেনাবেচার খবর প্রকাশ্যে এসেছে। গুজরাটের মোড়বি অঞ্চলে উঠে এসেছে এমনই এক অবাককরা ঘটনা। জানা গিয়েছে সেখানে লোকের বাড়িতে পান মশলা পাঠানোর ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকেও আপলোড করা হয়েছিল।
তবে শুধু পানমশলাই নয়, পান মশলার পাশাপাশি গুটখাও ড্রোনে বেঁধে ওড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, পুলিশের তরফেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর পর দু'জনকে আটকও করা হয়েছে।





Post a Comment