মুম্বই তাজ হোটেলের ৬ কর্মীর শরীরে করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের থাবা বসল মুম্বইয়ের তাজ হোটেলের অন্দরে। তাজ হোটেলের ৬ জন কর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের এবং তাঁদের সংস্পর্শে আসা কর্মীদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে খবর। আক্রান্ত ৬ জনকে বম্বে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তবে জানা গিয়েছে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। 

তবে তাজ হোটেল চেইন পরিচালনাকারী ইন্ডিয়ান হোটেলস কোম্পানী জানিয়েছে, কিছু তাজের কিছু কর্মী করোনা আক্রান্ত, তবে সংখ্যাটা ঠিক কত, তা নির্দিষ্ট করে তারা জানায়নি। তবে তাদের তরফে এটা জানানো হয়েছে যে, আক্রান্তদের কারোর মধ্যেই করোনার উপসর্গ প্রকট ছিল না। তাঁদের শারীরিক অবস্থাও স্থিতিশীল। কিন্তু তাও তাঁদের এবং তাঁদের সংস্পর্শে আসা কর্মীদের হাসপাতালেই রাখা হয়েছে। 

এই মুহূর্তে করোনায় সবথেকে বিপর্যস্ত কিন্তু মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্ত ১৭৬১ জন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সেরাজ্যে লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছেন। প্রয়োজনে এই মেয়াদ বাড়ানো হবে বলেও জানা গিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.