রাবণ তাঁর ১০টি মাথা কোথা থেকে পেয়েছিল জানেন?


Odd বাংলা ডেস্ক: মহাকাব্য ‘রামায়ণ’-এর ভিলেন রাবণের অন্য নাম ‘দশানন’। আমাদের কাছে তাঁর দশ মুণ্ড সম্বলিত চেহারাটাই পরিচিত। তাঁর এহেন বিকটা চেহারা তিনি লাভ করলেন কোথা থেকে— এই প্রশ্ন অনেকের মনেই পাক খায়। সুলুক সন্ধান করলে দেখা যায়, বাল্মিকী রামায়ণ-এ কোথাও রাবণকে ‘দশানন’ বলা হয়নি। তাঁর ‘রাবণ’ নামটাই সেখানে মুখ্য। এই ‘রাবণ’ নামটির মধ্যেই লুকিয়ে রয়েছে তাঁর দশমুণ্ডের রহস্য। ‘রাবণ’ শব্দটির উৎসে রয়েছে ‘রব’ শব্দটি। এদিক থেকে দেখলে ‘রাবণ’ শব্দের অর্থ— যিনি বিপুল শব্দ করতে পারেন।

বাল্মিকী রামায়ণ-এ রাবণকে ‘দশকণ্ঠ’ বলা হয়েছে। বোঝাই যায়, এর পিছনে তাঁর ঘোরতর ‘রব’ করতে পারার ক্ষমতাই কাজ করেছে। সংস্কৃতে ‘মুখ’ শবদটির অর্থ কিন্তু ‘মুখবিবর’, কখনই ‘মুখমণ্ডল’ নয়। সুতরাং ‘দশানন’ রাবণ আদিতে মোটেই দশমাথা কিম্ভুত ছিলেন না। পরবর্তী কালের ‘রামায়ণ’ রচয়িতারা, শিল্পীরাই তাঁকে ‘দশমুণ্ড’ করে তোলেন। তৈরি হয় রাবণের আজব মূর্তি।
Blogger দ্বারা পরিচালিত.