লকডাউনে তীব্র অনাহার! যোগী রাজ্যে নিজের পাঁচ সন্তানকে গঙ্গার জলে ভাসালেন মা!


Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। লকডাউনের মধ্যে মেলেনি ক্ষুধা নিবৃত্তির রসদ। আর সেই কারণেই নিজের পাঁচ সন্তানকে নদীর জলে ফেলে দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সন্তানদের অনাহার দশা সহ্য করতে না পেরে ওই মহিলা উত্তরপ্রদেশের ভাডোহী জেলার জেঘাঙ্গিরাবাদের গঙ্গার জলে পাঁচ সন্তানকে ভাসিয়ে দিয়েছেন। 

ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর পুলিশের উর্ধতন অফিসাররা এসে পৌঁছান ঘটনাস্থলে এবং শিশুগুলিকে খুঁজে বের করার জন্য নামানো হয় ডুবুরি। পুলিশ সূত্রে খবর ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ওই মহিলা মানসিক ভাবরসাম্যহীন। 

তবে সূত্রের খবর, ওই মহিলা নাকি আগে একাধিকবার জানিয়েছিলেন যে, লকডাউনের মধ্যে না খেয়ে রয়েছে তাঁর সন্তানরা। লকডাউনের কারণে বন্ধ উপার্জন। দিনআনি দিন খাওয়া মানুষ তিনি, লকডাউনে এমনিতেই উপার্জন বন্ধ। তার জন্যই কি এমন কঠিন সিদ্ধান্ত নিলেন মা, সেই বিষয়ে এখনও তদন্ত বাকি আছে। তবে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, শিশুগুলিকে উদ্ধার করাই এখন তাদের প্রধান লক্ষ্য। 
Blogger দ্বারা পরিচালিত.