অবশেষে কার্ফু লঙ্ঘনকারীদের আক্রমণে পুলিশের কাটা পড়া হাত জোড়া লাগলো


Odd বাংলা ডেস্ক: ডিউটি করতে গিয়েই আক্রান্ত হয় পঞ্জাব পুলিশের কর্মী। সে এক ভয়ঙ্কর কান্ড। কিন্তু অবশেষে তাঁর হাত জোড়া লেগেছে বে খবর। ডাক্তারদের হাতযশে কাটা হাত জোড়া লাগল পঞ্জাব পুলিশের অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর হরজিত সিংয়ের। রবিবার চন্ডীগড়ের PGIMER-এ তাঁর জরুরি অস্ত্রোপচার। দীর্ঘ প্রায় ৭.৫ ঘণ্টার সার্জারির মাধ্যমে ৫০ বছর বয়সী ওই পুলিশকর্মীর হাতের কাটা অংশ পুনঃস্থাপন করে হাসপাতালের চিকিৎসকদের একটি দল। অস্ত্রোপচার সফল হয়েছে বলে রাতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়। গত রবিবার সকালে পঞ্জাবের পাটিয়ালার একটি সবজি বাজারে লকডাউন ভঙ্গকারীদের ধরতে গিয়ে আক্রান্ত হন তিন পুলিশকর্মী।সেখানে লকডাউন কীরকম চলছে, তার নজরদারি করতে গিয়ে তাঁদের আক্রমণের মুখে পড়তে হয়। এর মধ্যে এক পুলিশ অফিসারের হাত কেটে নেয় সশস্ত্র নিহাঙ্গরা।
Blogger দ্বারা পরিচালিত.