রাজ্যকে ভাগ করা হল কয়েকটি জোনে, জানুন আপনার জেলা কোন জোনে



Odd বাংলা ডেস্ক: ২১ শে মে পর্যন্ত লকডাউন বাড়তে পারে ভেবেই প্রয়োজনীয় আগাম প্রস্তুতি নে‌ওয়া শুরু করেছে রাজ্য, সোমবার নবান্নে মনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সংক্রমণের হার দেখে গোটা রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করে ছাড়ও দেওয়া হবে কিছু ক্ষেত্রে সেই নিয়ে এদিন আশ্বাস‌ও দেন মুখ্যমন্ত্রী। লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। তবে এদিন প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হল এই লকডাউন অবস্থা আরও কিছুদিন চলবে। তাই আমরাও প্রস্তুতি রাখছি, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যকে কয়েকটি জোনে বিভক্ত করা হল। এই জোন গুলি হল- 

রাজ্য সরকারের জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে

রেড স্টার জোন
১) কলকাতা
২) হাওড়া
 ৩) উত্তর ২৪ পরগণা
৪) পুর্ব মেদিনীপুর

অরেঞ্জ জোন
১) দক্ষিণ ২৪ পরগণা
২) হুগলি
৩) পশ্চিম মেদিনীপুর
৪) পুর্ব বর্ধমান
৫)পশ্চিম বর্ধমান
৬) কালিম্পং 
৭)  দার্জিলিং
৮) জলপাইগুড়ি
৯) নদিয়া
১০) মুর্শিদাবাদ
১১) মালদহ

গ্রিন জোন
১)আলিপুরদুয়ার
২) কোচবিহার
৩) উত্তর  দিনাজপুর
৪) দক্ষিণ দিনাজপুর
৫) বাঁকুড়া
৬) বীরভূম
৭)পুরুলিয়া
৮)ঝাড়গ্রাম
Blogger দ্বারা পরিচালিত.