পাখির মা ডিম রেখে গিয়েছে, বাসা রেখে ধান কেটে প্রশংসায় ভাসছেন কৃষক



Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে এখন একমাত্র আলোচনার বিষয় প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস। বাস্তবেই হতাশাময় হয়ে উঠছে মানুষের জীবন। তবু তারই মধ্যে এমন কিছু ঘটনা, ছবি সামনে এসে পড়ে তখন মনটা ভালো হতে যায়। এরকমই এক ছবি সামনে এলো সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দেখা যাচ্ছে, ধানের খেত থেকে সমস্ত ফসল তোলা হয়ে গেলেও কিছুটা জায়গায় রয়ে গেছে ধানগাছ। কেন? কারণ ওই জায়গাটিতে বাসা বানিয়েছে পাখি। আর সেই বাসাতে বেশ কয়েকটি ডিম রয়েছে। সেই ডিমগুলি যাতে নষ্ট না হয়, যাতে পৃথিবীতে আসতে পারে নতুন প্রাণ, সে কারণেই সেই অংশটুকুর ধান কাটেননি কৃষক। ছবিটি দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেই মানুষটিকে। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'কৃষক চাইলেই ধানগুলো কেটে ফেলতে পারতেন, কিন্তু মানবিক কারণে পাখির বাসার অংশের ধান না কেটে এভাবেই রেখে দিয়েছেন। অন্য প্রাণীর ওপর আধিপত্য বিস্তার আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। এক শ্রেণীর মানুষ প্রকৃতির জন্য ভালোবাসা দেখিয়ে উদাহরণ সৃষ্টি করেন। প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক।' অপর একজন লিখেছেন, 'পৃথিবীতে এখনো এমন মানুষ আছেন দেখে ভালো লাগছে। এই হিংসার পৃথিবীতে জীবজন্তুরা নিরাপদ নয়। তবে কিছু মানুষ এখনো মানুষই আছেন। তাঁরাই পশুপাখিদের রক্ষা করেন।'
Blogger দ্বারা পরিচালিত.