অসুস্থ মায়ের মুখের খাবার যোগাতে চুরি করেছে ছেলে, তাকে নিত্যপ্রয়োজনীয় জিনিস দিলেন বিচারপতি


Odd বাংলা ডেস্ক: দরিদ্র পরিবারের এক নাবালক ছেলে, বাড়িতে থাকা অভুক্ত অসুস্থ মায়ের জন্য খাবার এবং ওষুধ আনতে চুরির পথ বেছে নিয়েছিল। এরপর তাঁকে স্থানীয় আদালতে তোলা হলে আদালত কর্তৃপক্ষের তরফেই তাঁর পরিবারের জন্য রেশন, বস্ত্র এবং অন্যান্য নিত্যপ্রয়োনীয় সামগ্রীর দায়িত্ব নেওয়া হয়েছে। 

এক নজিরবিহীন রায়ে আদালত ওই নাবালককে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয়। অভিযুক্ত ওই নাবালকের নাম নরেন্দ্র রাও, সে বিহারের নালন্দার বাসিন্দা। আদালতের কাছে ওই নাবালক তার ভুল স্বীকার করে নিয়ে বলে, সে তাঁর অসুস্থ মা-কে খাওয়ানোর জন্য কোনও খাবার ছিল না বলেই, সে চুরির পথ বেছে নিয়েছে। 

চুরি করে পালানোর সময় পুলিশ তাঁকে ধরে এবং বেধড়ক মারধর করে বলেও জানায় ওই নাবালক। এরপর পুলিশ তাকে বন্দি করে এবং পরে তাকে আদালতে তোলা হয়। এরপর সংবাদ সংস্থাকে ওই নাবালক জানায় যে, সব শুনে বিচারপতি তার অবস্থা বুঝতে পারেন যে, কোনও উপায় না পেয়ে, একপ্রকার বাধ্য হয়েই অসুস্থ মা-কে খাওয়াতে চুরি করেছে সে। 

এদিকে, এক জেলা কর্মকর্তা ওই ছেলের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন যে, তার পরিবারের একটি রেশন কার্ড রয়েছে এবং তারা সরকারের পেনশন প্রকল্পের যাবতীয় সুবিধা ভোগ করছে। তবে কর্মকর্তা অবশ্য এও স্বীকার করেছেন যে, তার পরিবারের থাকার জন্য কোনও বাড়ি নেই। তাঁরা আবাস যোজনা থেকে বঞ্চিত। তবে তাঁদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি। গ্রামবাসীরাও আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন যে ছেলেটি ভবিষ্যতে কখনও এ ধরণের অপরাধ করবে না।
Blogger দ্বারা পরিচালিত.