যখন তখন, যা-তা দিয়ে পরিস্কার নয়, ফলাফল কী হতে পারে দেখুন
Odd বাংলা ডেস্ক: কান চুলকোলে দেশলাই কাঠি গুঁজে দেওয়া বাঙালির একচেটিয়া স্বভাব। বা কানে ময়লা জমেছে বলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কান পরিষ্কার করনেওয়ালাদের হাতে নিজের কান সঁপে, মুখ খিঁচিয়ে বসে পড়ার ছবি শহরের ফুটপাথে চেনা ছবি। বাড়িতে হাতে কাছে কিছু না-পেয়ে সেফটি পিন বা পেনের রিফিলের পিছন দিকও কানে গোঁজার অভ্যাস রয়েছে অনেকের।
তবে হাতের কাছে যে সব উপাদান পাওয়া যায়, তার মধ্যে কর্ণকুহরে প্রবেশের নিরিখে দেশলাইয়ের জনপ্রিয়তা রীতিমতো উপরের দিকে।
নীচে দেওয়া রইল একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে যে, ইংল্যান্ডের একজন বয়স্ক মানুষ দেশলাই দিয়ে কান খোঁচানোর ফলে কী হয়েছিল। কানে কাঠি ভেঙে আটকে যায়। প্রথমে জল দিয়ে তিনি সেটি বের করার চেষ্টা করেন। অতঃপর হাসপাতালে।
যেভাবে কাঠির ভাঙা অংশটি বের করা হয়েছে, সেটি ভিডিও করা হয়েছিল। চিকিৎসকরা ভিডিও-টি ইউটিউবে প্রকাশ করেছেন। তাঁরা চান, সাধারণ মানুষ এই ভিডিওটি দেখুন। তাহলে তাঁরা সতর্ক হতে পারবেন। দেখুন সেই ভিডিও।





Post a Comment