লকডাউনে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন!
Odd বাংলা ডেস্ক: বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, তীর্যযাত্রী, পড়ুয়া, পর্যটক এবং অন্যান্যদের বাড়ি ফেরার সুবিধার্থে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সংক্রান্ত অনুমতি দেওয়া হয়েছে। তবে সরকারি সিন্ধান্ত অনুযায়ী বিনা খরচে যাত্রা করতে পারবেন না পরিযায়ী শ্রমিকরা। এ জন্য তাঁদের ভাড়া গুণতে হবে।
ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে রেল মন্ত্রকের তরফে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করা হবে। কামরা, প্ল্যাটফর্ম এবং যেখানে যেখানে ট্রেন দাঁড়াবে সেই সমস্ত স্থানে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রাখতে সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় একটি নির্দিষ্ট স্থান থেকে আর একটি স্থানে এই 'শ্রমিক স্পেশাল' ট্রেনগুলি চলবে। প্রোটোকল মেনে রাজ্যগুলিকে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক বা দফতরে আবেদন করতে হবে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।





Post a Comment