তর্জনীর মাপই বলে দেবে অর্থভাগ্য ও কর্মভাগ্য!



Odd বাংলা ডেস্ক: হাতের রেখা যেমন মানুষের ভাগ্য বলতে পারে। তেমনই হাতের আঙুলও বলে দিতে পারে সেই মানুষটি কেমন। সাধারণত তর্জনীর দৈর্ঘ্য মধ্যমা ও অনামিকার থেকে ছোট হয়। কিন্তু যাঁদের হাতে তর্জনীর দৈর্ঘ্য মধ্যমার মতোই হয় কিংবা অনামিকার থেকে লম্বা হয়, তাঁরা খুব সৌভাগ্যবান হয়। এই আঙুলের দ্বারাই বোঝা যায় অর্থভাগ্য, প্রেমভাগ্য বা স্বাস্থ্যভাগ্য কেমন হবে।

নিজের তর্জনীর মাপ মিলিয়ে দেখে নিন  আপনার ভাগ্য কেমন— 
• যদি তর্জনী ও মধ্যমার মাপ প্রায় এক হয়, তা হলে বুঝতে হবে ব্যক্তির অর্থভাগ্য খুব ভাল। এই ব্যক্তি যেকোনও জায়গায় নেতৃত্ব দিতে পারে। 
• যাঁর তর্জনীর দৈর্ঘ্য মধ্যমার থেকে বেশি হয়, তিনি খুব অহঙ্কারী হন। এঁরা নিজেকেই শ্রেষ্ঠ মনে করেন। 
• তর্জনীর দৈর্ঘ্য অন্যান্য আঙুলগুলির থেকে অস্বাভাবিক ভাবে কম যাঁদের হয়, তাঁরা খুব উদাসীন হন। 
• যাঁদের তর্জনীর মাপ অনামিকার থেকে বেশি হয়, তাঁরা অত্যন্ত উত্তেজিত হয়ে নিজের কাজ নিজেই পণ্ড করেন। 
• অনামিকা ও তর্জনী সমান মাপের হলে তাঁর অর্থভাগ্য ভাল হয়। 
Blogger দ্বারা পরিচালিত.