ভিডিও গেম খেলাকে যারা খারাপ বলে তাদের বলুন এই কথা
Odd বাংলা ডেস্ক: মোবাইল হোক বা ডেস্কটপ, গেম খেলার প্রতি আসক্তি দিনে দিনে বাড়ছে। এই খেলা যে শুধু শিশু বা কিশোররাই খেলছে তা নয়। দেখা যাচ্ছে, পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেও খেলায় মত্ত হচ্ছেন বর্তমান যুব সম্প্রদায়। ২০১৬ সালের হিসেব অনুযায়ী ৩৫ বছর অবধি গেম খেলার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
কিন্তু এই আসক্তিকে ভাল চোখে দেখেন না অনেকেই।
তাঁদের অভিযোগ, এই গেম খেলে আখেরে লাভ তো কিছুই হচ্ছে না। উল্টে ভয়াবহ আসক্তিতে চেপে বসছে মানসিক ব্যাধি।
সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট কিন্তু বলছে অন্য কথা। ‘ফ্রন্টিয়ারস ইন হিউম্যান নিউরোসায়েন্স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি রচনা। সেখানে বলা হয়েছে, গেম কী ভাবে মানুষের মস্তিষ্কের গঠন বদলে দেয়। প্রকাশিত রচনাটির অন্যতম লেখক মার্ক পলস বলেছেন, ‘‘গেম খেলার প্রবণতা নিয়ে নানা জন নানা কথা বলে। কেউ বলে ভাল, কেউ নিন্দা করে। কিন্তু ঘটনা হল, এ ব্যাপারে সত্যিকারের ডেটা নিয়ে দীর্ঘ গবেষণা কেউ করেননি।’’
মার্ক ও তাঁর সঙ্গীরা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এ ব্যাপারে শতাধিক বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ চালিয়েছেন তাঁরা। পর্যবেক্ষণ থেকে যে সত্য উঠে এসেছে তা চমকে দেওয়ার মতো। দেখা গিয়েছে, নিয়মিত গেম খেলার ফলে মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে দারুণ ভাবে প্রভাবিত হবে। কোনও কোনও ক্ষেত্রে গেম খেলার ফলে মনঃসংযোগে ব্যাঘাত ঘটলেও অনেক সময়ই মনোযোগ বাড়াতেও সাহায্য করে। এমনকী, যাঁরা দীর্ঘদিন ধরে গেম খেলে যাচ্ছেন, তাঁদের মস্তিষ্কের ডান হিপোক্যাম্পাস আকৃতিতে বেড়ে যায়!
তবে অত্যধিক গেম খেলার ফলে যে তা আসক্তিতে পরিণত হয়, গবেষণায় এমন তথ্যও পাওয়া গিয়েছে। কাজেই ভাল-মন্দ দুটো দিকই রয়েছে। কাজেই চূড়ান্ত কিছু বলা এখনই সম্ভব নয় বলে জানিয়েছেন মার্ক।





Post a Comment