সবচেয়ে বেশি মুসলিম হত্যা করেছে কোন দেশ?



Odd বাংলা ডেস্ক: দেশে দেশে বিভিন্ন সময়ে হাজার হাজার মুসলিমদের হত্যা করা হয়েছে। কিন্তু তাতে ইসলাম আটকে থাকেনি । অন্য ধর্মের বহুমানুষ ধর্মান্তরিত হয়ে এই ধর্মে এসেছেন। আর এভাবেই ইসলামের প্রসার ও মুসলমানদের বিস্তার ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম হত্যা করা হয়েছে চীনে। 

১৮৬০ থেকে ১৯০০ সাল পর্যন্ত চিনা মুসলিমরা কিং সাম্রাজ্যের বিরুদ্ধে সাধারণ নাগরিক বিদ্রোহ করে যেটা দুনগান বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহে তারা ব্যর্থ হয় এবং তাদের ১.৩ কোটি জনগণের মধ্যে ৭০ লক্ষ মানুষ গৃহহারা হয়েছিলো। এবং চীনা সাম্রাজ্যের অত্যাচারের ফলে ১.২ কোটি হুই জনগণ ও চীনা জনগণ মারা গিয়েছিলো। "মুসলিমদের ধুয়ে ফেলা" নাম দিয়ে এই মিশন পরিচালিত হয়েছিলো।
চিত্রঃ দুনগান বিদ্রোহে সম্পর্কে শিল্পীর একটি কল্পনা
১৭৬৫ সালে কিং রাজবংশের রাজা মাঞ্চুস এর পুত্র ও তার কর্মচারীরা উইঘুরের মুসলিমদের ধর্ষণ করতো প্রতিনিয়ত। কেননা তাদের যুক্তি ছিলো তাদের নারী মাংশ খেতে পছন্দ। এরপর উইঘুরের জনগণ প্রতিবাদি হয়ে উঠলে মাঞ্চু সম্রাটের আদেশে উইঘুরের পুরুষদের গণহত্যা করা হয় এবং তার সেনাবাহিনী অবাধে উইঘুরের নারীদের ঘর্ষণ করতে থাকে। এবং সমস্ত মুসলিম নারী ও শিশুদের দাস ও যৌনকর্মী বানিয়েছিলো। গণহত্যার পরিমাণ এতো পরিমাণ ছিলো যে, মাঞ্চু সরকার কর্তৃক ১ কোটি মানুষ মারা গিয়েছিল।
Blogger দ্বারা পরিচালিত.