তীব্র ভূমিকম্প, সুনামি আসতে পারে খুব তাড়াতাড়ি
Odd বাংলা ডেস্ক: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি হয়েছে সুনামির সতর্কতা! প্রায় ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। এ'হেন তীব্রতার কম্পনে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে!
মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, কম্পনের তীব্রতা এতটাই ছিল যে সমুদ্রপিঠ থেকে প্রায় ২৩ কিলোমিটার গভীর পর্যন্ত কম্পনের প্রভাব পড়ে ৷ সুনামি সতর্কতা জারি হয়েছে হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায়৷ এপিসেন্টার থেকে ১ হাজার কিমি পর্যন্ত সুনামির ঢেউ ভাসিয়ে দিতে পারে, সতর্ক করেছে হাওয়া অফিস।
মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ জানিয়েছেন, হুয়ালটুলকতে বহুতল ধসে পড়ে প্রাণ গিয়েছে একজনের। কিছু বাড়ির দেওয়াল ভেঙেছে, দরজা-জানলার কাচ ভেঙেছে। ফাটল ধরেছে বেশ কয়েকি বাড়িতে। ওয়াক্সাকার গভর্নর আলেজান্দ্রো মুরাত জানিয়েছেন, সান জুয়ান ওজোলোটেপেকের একটি পাহাড়ি গ্রামে বাড়ি ভেঙে পড়ে দ্বিতীয় জনের মৃত্যু হয়েছে। তৃতীয় ব্যক্তির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এ ছাড়াও ফেডেরাস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আরও দু জনের মৃত্যুর খবর জানিয়েছে। একটি সরকারি তেলের সংস্থা পেমেক্স রিফাইনারির একটি কাঠামো থেকে পড়ে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। আর সান অগাস্টিন আমাতেনজোর ওয়াক্সাকা গ্রামে দেওয়াল ভেঙে পড়ে আর একজনের প্রাণ গিয়েছে।





Post a Comment