ক্ষুদ্র শরীরে হাত-পা নেই! বাবা-মা বলছে ‌'বাড়ি নেব না'



Odd বাংলা ডেস্ক: ক্ষুদ্র শরীরে হাত-পা কিছুই নেই । রয়েছে শুধু মাথা আর শরীর । মধ্যপ্রদেশে এমনই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ২৮ বছরের এক নারী। চিকিৎসকরা বলছেন, এটি একটি জেনেটিক ডিসঅর্ডার অর্থাৎ জিনঘটিত রোগ । মধ্যপ্রদেশের বিদিশা জেলার সিরঞ্জি তেহসিলের সাকা গ্রামে অই সন্তানের জন্ম হয়েছে গত ২৬ জুন । জন্মের সময় থেকেই ওই সদ্যোজাতর হাত-পা কিছুই নেই । মেডিক্যালের ভাষায় এটি একটি অটোজোমাল রিসেসিভ কনজিনিটাল ডিসঅর্ডার, যাকে চলতি ভাষায় বলা হয় ‘টেট্রা এমিলিয়া’ । শিশুটিকে কোলে নিয়ে রয়েছেন মা, এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিরঞ্জির গান্ধী স্মৃতি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ সুরেশ আগরওয়াল জানিয়েছেন, হাত-পা বিহীন ওই শিশুর অন্য কোনও শারীরিক সমস্যা নেই । সে সম্পূর্ণ সুস্থ রয়েছে । তবে শিশুটিকে বাড়িতে নিয়ে যেতে চাইছেন না তার বাবা-মা । শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রভাকর তিওয়ারি বলছেন, ১ লাখের মধ্যে একজনের শরীরে এমন জটিল রোগ দেখা যায়। বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার নিক এর উজ্জল দৃষ্টান্ত।
Blogger দ্বারা পরিচালিত.