Odd বাংলা ডেস্ক: পরিশীলিত শিল্পী হেমন্ত একবার ছাত্রদের অনুরোধে হুগলী মহসীন কলেজের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন উৎপলা সেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আলপনা বন্দ্যোপাধ্যায়। গানের আসরের শেষে সবার সম্মানদক্ষিণা আয়োজক ছাত্রেরা এক সঙ্গে একটি খামে করে হেমন্ত মুখোপাধ্যায়ের হাতে দিয়ে দেয়। অত্যন্ত পরিশীলিত মানুষটি একবারের জন্যেও খামটা খুলে দেখেননি। গাড়িটা কিছুদূর যাবার পর সবাইকে টাকা বুঝিয়ে দেওয়ার জন্যে খামটা খুলে দেখেন, মাত্র দু-তিনটা দশ টাকার নোট! সাথে একটা চিরকুটে ছাত্ররা লিখেছে, ‘এর বেশি কিছুতেই আমরা জোগার করতে পারলাম না। দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন।’ উৎপলা সেন তখন রেগে আগুন। বললেন, ‘এক্ষুনি গাড়ি ঘুরিয়ে কলেজে চলুন হেমন্তদা। এভাবে ঠকাবে?’
হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন নিশ্চুপ। সামনে দেখলেন একটা ছোট্ট দোকানে আলুর চপ ভাজছে। উৎপলাকে একটা কথাও না বলে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে বললেন, ‘চল, ভারি সুন্দর আলুর চপ ভাজছে। ওই দশটাকাগুলোর সদব্যবহার করে ব্যাপারটা সেলিব্রেট করি।’
উৎপলার দিকে একবার ফিরে তাকিয়ে বললেন, ‘ছাড় না বেলুন (উৎপলার ডাকনাম), ছাত্ররাই তো করেছে। ওরা কোথায় অতো টাকা পাবে বল তো?’
পরে সবাই শান্ত হয়, বুঝতে পারে হেমন্ত কোন মাপের শিল্পী।
কলেজের অনুষ্ঠানে হেমন্তকে দিয়ে গান করিয়ে ছাত্ররা টাকা দিতে পারল না, তারপর...
Reviewed by Odd Bangla Editor
on
জুন ১৬, ২০২০
Rating: