সাবধান, বাজারে ছেয়ে গিয়েছে ২০০ ও ৫০০ টাকার জাল নোট, রিপোর্ট দিল RBI


Odd বাংলা ডেস্ক: জাল নোটের বাড়বাড়ন্ত ঠেকাতে অনেক চেষ্টা চরিত্র করা হলেও জাল নোট বন্ধ করতে পারছে না সরকার। গত এক বছরে অর্থাত ২০১৯-'২০ অর্থবর্ষে ২০০ এবং ৫০০ টাকার জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার। রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশিত বার্ষিক পরিসংখ্যানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। 

প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর নোটবন্দির ঘোষণার জেরে কার্যত বাজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। সেবার সরকার সিদ্ধআন্ত নিয়েছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট তুলে দিয়ে নতুন করে ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপা হবে। জাল নোটের রমরমা ঠেকাতেই জরুরীকালীন ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় সরকার। কিন্তু আরবিআই-এর প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, গত এক বছরে ২০০ টাকার নোটের জাল হওয়া ১৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৮-'১৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলি যেখানে ১২,৭৮২টি জাল নোট সনাক্ত করেছে, তা ২০১৯-'২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩১,৯৬৯-এ। 



একইভাবে জাল হয়েছে নতুন ৫০০ টাকার নোটও। ২০১৮-'১৯ সালে জাল ৫০০টাকার নোটের সিরিজ ধরা পড়েছিল ২১,৮৬৫টি৷ আর ২০১৯-'২০ সালে তা বেড়ে হয়েছে ৩০,০৫৪। অর্থাৎ ৫০০টাকার জাল নোটের সংখ্যা এক বছরে ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, ২০০০ টাকার নোটের প্রচলন গত ২ বছরে হ্রাস পেয়েছ। ২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাঙ্কের কোনও শাখাতেই নতুন করে আর একটাও ২০০০ টাকার নোট ছাপানো হয়নি। মনে করা হচ্ছে বড় অঙ্কের নোটের চেয়ে ছোট অঙ্গের নোট ছাপানোকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। 
Blogger দ্বারা পরিচালিত.