মালিকের ফসল বাঁচাতে হাতির পথ রোধে কুকুরের প্রাণান্ত চেষ্টা



Odd বাংলা ডেস্ক: মালিকের প্রতি প্রেম ও তার স্বার্থরক্ষায় কুকুরের বেশ সুনাম রয়েছে। এ কারণে প্রাচীনকাল থেকেই মানুষের সঙ্গী হিসেবে কুকুর প্রাণীকুলের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। সম্প্রতি মালিকের ফসলের খেতে হাতির আগমন দেখতে পেয়ে একটি কুকুরের ফসল বাঁচানোর প্রাণান্তকর চেষ্টার একটি ছবি সকলের দৃষ্টি কেড়েছে। শনিবার মোস্তাফা ইউনুস নামে এক সাংবাদিক তার ফেইসবুক প্রোফাইলে মালিকের ফসল রক্ষায় প্রাণান্ত চেষ্টারত কুকুরের ছবিটি পোস্ট করেন। তিনি জানান, চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া থেকে সম্প্রতি এই ছবিটি তোলা হয়। প্রসঙ্গত, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া, সরফভাটা, নারিশ্চা, জঙ্গল সরফভাটা এলাকায় হাতির বিচরণ রয়েছে। খাবারের খোঁজে বন থেকে প্রায়ই লোকালয়ে চলে আসে হাতি।

Blogger দ্বারা পরিচালিত.