ইঁট ভাটার শ্রমিকদের বিনা মূল্যে মাস্ক দান করছে গ্রামের আমিনা, রোকেয়ারা
Odd বাংলা ডেস্ক: নুন আনতে পান্তা ফুরোয়। নিজের সংসার কীভাবে চলবে তারই ঠিক নেই। তবু চেষ্টা অপরের জন্য কিছু একটা করার। রাজস্থানের যোধপুরের এই দরিদ্র মহিলারা নিজেরাই হাত বাড়িয়েছে অপরকে সাহায্য করতে। মুসলিম অধ্যুষিত একটি এলাকায় রয়েছে বেশ কিছু ইঁট ভাটা। সেখানকার শ্রমিকরা দিন মজুরির হিসাবে কাজ করে।
এরই মাঝে এই মেয়েরা এগিয়ে এসেছে তাদের সাহায্য করতে। ইঁট ভাটার শ্রমিকদের হাতে তুলে দিচ্ছে মাস্ক। যা পরে তারা নিজেদের বাঁচাতে পারবে অবশ্যই। করোনার আবহে আতঙ্কে আছে সমাজের সাধারণ থেকে নিম্ন শ্রেণীর মানুষও। আর তাদের প্রতি এই মহিলাদের এই রূপ সাহায্যের হাত বাড়ানো অবশ্যই প্রশংসার যোগ্য। বলা বাহুল্য প্রায় প্রতিটি রাজ্যেই এমন কিছু মানুষ রয়েছে যারা মাস্ক বা স্যানিটাইজার কিনতে পারছে না। তাদের জন্য এভাবেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার দাঁড়ানো দরকার।





Post a Comment