স্ক্যান্ডালে আগেই ফেঁসেছেন স্বামী, স্ত্রীকে ফাঁসালেন আরেকজন



Odd বাংলা ডেস্ক: লিবার্টি ইউনিভার্সিটির প্রধান জেরি ফলওয়েল জুনিয়রের স্ত্রীর সঙ্গে সাত বছর আগে সম্পর্ক থাকার দাবি করেছেন সুইমিংপুলের একজন কর্মচারী। লিবার্টি ইউনিভার্সিটির প্রধানের পদ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমর্থক এবং কাছের মানুষ জেরি ফলওয়েল। আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর চলতি সপ্তাহে তিনি নিজের পদ থেকে সরে গেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, এক নারীর সঙ্গে বেশ রোমান্টিক অবস্থায় আছেন তিনি। আর এ সময়ে তার প্যান্টের চেইন খোলা। তার পাশে দাঁড়ানো নারীও একই অবস্থায় ছিলেন ওই সময়। এদিকে সুইমিংপুলের সাবেক একজন কর্মচারী গিয়ানকার্লো গ্রান্ডে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জেরি ফলওয়েলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল তার। সেটা ২০১২ সালের ঘটনা। তখন তার মাত্র ২০ বছর বয়স ছিল। বেকি ফলওয়েল এখন ৫৩ বছর বয়সী। একটি হোটেলে তারা ঘনিষ্ঠ হয়েছিলেন।
Blogger দ্বারা পরিচালিত.