১৯ জনকে অভিযুক্ত করে পুলওয়ামা হত্যাকাণ্ডের চার্জশিট
Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার ও তার ভাই রউফ আসগরসহ ১৯ জনকে অভিযুক্ত করে কাশ্মিরের পুলওয়ামা হত্যাকাণ্ডের চার্জশিট দিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী এজেন্সি (এনআইএ)।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির ওই সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ সেনা নিহত হন। মামলার দায়িত্বভার গ্রহণের দেড় বছর পর মঙ্গলবার (২৫ আগস্ট) চার্জশিট দাখিল করে গোয়েন্দা সংস্থা, খবর এনডিটিভির।
সাড়ে ১৩ হাজার পৃষ্ঠার চার্জশিটে অভিযুক্তদের তালিকা প্রকাশের পাশাপাশি উল্লেখ করা হয়েছে, পাকিস্তানে বসে এই হামলার পরিকল্পনা করা হয়। এনআইএ প্রকাশিত তালিকায় অভিযুক্তদের ৬ জন নিহত, সাতজন গ্রেপ্তার ও ছয়জন পলাতক, যাদের তিনজন পাকিস্তানি।
ওই সন্ত্রাসী হামলার পর ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের ট্রেনিং ক্যাম্পে আক্রমণ করে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে এই বিমান হামলা দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি করেছিল।
পুলওয়ামা হামলায় ব্যবহার করা আরডিএক্স পাকিস্তান থেকেই আসার প্রমাণ আদালতে পেশ করেছে এনআইএ।
পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের প্রমাণও তারা হাজির করেছে। মাসুদ ও তার ভাই আসগর ছাড়াও আম্মার আলভি ও ভাইয়ের ছেলে উমর ফারুকের নামও আছে চার্জশিটে। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সে একটি বিমান অপহরণে অভিযুক্ত ইব্রাহিম আথারের ছেলে ফারুক এ বছর মার্চে কাশ্মিরে এক বন্দুকযুদ্ধে নিহত হন।
হামলার ঘটনায় জইশ নেতৃত্ব ও গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ভূমিকা তুলে ধরা হয়েছে। এছাড়া জঙ্গিদের কথোপকথন, ফোনের বিস্তারিত তথ্যও হাতে আছে। এনআইএ জানিয়েছে, তদন্তে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি, ভিডিও অভিযুক্তদের মোবাইল থেকে পাওয়া গিয়েছে। সেগুলোও চার্জশিটের সঙ্গে দেওয়া হয়েছে এবং তা আদালতে পেশ করা হবে।





Post a Comment