আমার জন্য চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রেখো


Odd বাংলা ডেস্ক: জীবনে হাসির বড়ই অভাব হয়ে দাঁড়িয়েছে। তাই আজ বেফিকর বিভাগে বেশ কিছু মজার জোকস দেওয়া হল। 

* জোকস-১ স্বামী: দুবাই যাচ্ছি। স্ত্রী: আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো। স্বামী: আমেরিকা যাচ্ছি। স্ত্রী: আমার জন্য মেকআপ বক্স নিয়ে এসো। স্বামী: প্যারিস যাচ্ছি। স্ত্রী: আমার জন্য পারফিউম নিয়ে এসো। স্বামী: জাহান্নামে যাচ্ছি। স্ত্রী: আমার জন্য চিন্তা করো না। তুমি নিজের খেয়াল রেখো। 

* জোকস-২

বারবার একই পকেটমার ধরা খেয়ে আসে। তাকে দেখে রেগে গেলেন ম্যাজিস্ট্রেট- ম্যাজিস্ট্রেট: গতবারও তোমাকে বলেছিলাম যে, আমি চাই না তুমি পুনরায় এখানে আসো। পকেটমার: স্যার, আপনার এই কথাটি আমি পুলিশকে বলেছিলাম। কিন্তু তিনি তো বিশ্বাস করলেন না।

* জোকস-৩ কর্মচারী: স্যার, একটা দিন ছুটি চাই। বস: কেন? আবার কী? কর্মচারী: স্যার, আমার দাদা… বস: আবার দাদা? গত তিন মাসে তুমি চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ। কর্মচারী: স্যার, এবার আমার দাদার বিয়ে

* জোকস-৪ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের রচনা লিখতে বলছেন শিক্ষক- শিক্ষক: বাতাস, নদী এবং জল- এ তিনটির যেকোনো একটি বিষয়ের ওপর ২০ লাইন রচনা লেখ। শিক্ষার্থী: কী বলছেন স্যার! আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কিছুর ওপর লিখতে পারি না।
Blogger দ্বারা পরিচালিত.