করোনায় আঙুল চাটা নিষেধ, তাই KFC থেকে বাদ গেল 'Finger Lickin’ Good'



Odd বাংলা ডেস্ক: দীর্ঘ ৬৪ বছরের স্লোগানে এবার ইতি টানছে কেন্টাকি ফ্রায়েড চিকেন বা KFC৷ করোনার এই পরিস্থিতিতে তাদের 'It’s Finger Lickin’ Good', ট্যাগটি বাতিল করা হচ্ছে৷ সংস্থার তরফে বলা হচ্ছে, করোনা অতিমারি পরিস্থিতিতে ২০২০ সালে সবচেয়ে খারাপ ট্যাগ হল 'It’s Finger Lickin’ Good'৷ আঙুল চাটার এই ট্যাগটি KFC-র বহু পুরনো৷ বিশেষ করে সংস্থার ব্র্যান্ডনেমের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এই স্লোগান৷ তাই ট্যাগ বদলানোর ফলে বিশ্বজুড়ে সংস্থার ব্র্যান্ড ভ্যালুতে খুবই সামান্য প্রভাব পড়বে৷ KFC-র গ্লোবাল চিফ মার্কেটিং অফিসার ক্যাথেরিন ট্যান-গিলেসপির কথায়,'এটি সংস্থার ইউনিক স্লোগান৷ কিন্তু এই অতিমারির মধ্যে এই স্লোগান ঠিক নয়৷
Blogger দ্বারা পরিচালিত.