আজ শ্রাবণী পূর্ণিমা, এদিন শিবলিঙ্গে জল ঢাললে মিলবে অলৌকিক সুফল


Odd বাংলা ডেস্ক: শ্রাবণী পূর্ণিমা তিথি হল হরিহরের আবির্ভাব তিথি। সনাতন ধর্ম অনুসারে, এই দিনে শিবলিঙ্গে স্বয়ং বিষ্ণু মিলিত হয়ে উদ্ভব হয়েছিল হরিহর মূর্তির। এই দিনে শিবলিঙ্গে স্বয়ং হরি বিরাজ করেন। তাই এই দিনে শিবলিঙ্গে জল ঢাললে, শিব পুজো করলে কেবল শিবের পুজো হয় না হরের সঙ্গে হরিরও আরাধনা করা হয়। তাই এই দিন ভারতের সব শিবমন্দিরে হরিহরের পুজো হয়।

এই দিন মহাদেবকে নারকেলের জল দিয়ে স্নান করানো হয়। লোকায়ত বিশ্বাস যে, নারকেলের যেমন তিন চোখ, তেমনই মহাদেবেরও ত্রিনয়ন। তাই এই বিধি। এই দিন নারকেলের জল শিবের মাথায় ঢাললে চোখের রোগের উপশম হয়। শুধু চোখেরই নয়, মহাদেবের এই স্নানজল পান করলে সমস্ত রোগের বিনাশ ঘটে।


শিবের পুজোয় এদিন নতুন পৈতা অবশ্যই দান করতে হয়। শিবকে এই দিন পৈতা দান করলে মানুষের সমস্ত পাপের বিনাশ ঘটে। আর এই দিনে যিনি শিবলিঙ্গে রক্ষাসূত্র বন্ধন করেন স্বয়ং শিব সারা বছর তাঁকে রক্ষা করে থাকেন। কাশ্মীরীয় পণ্ডিত অভিনব গুপ্ত তাঁর ‘শৈবদর্শন’ গ্রন্থে এই দিনের পুজোর বিশেষ গুরুত্ব উল্লেখ করেছেন। প্রসঙ্গত, এই দিনেই অমরনাথে পুজোর সমাপ্তি ঘটে।
Blogger দ্বারা পরিচালিত.