ট্রাম্পের ভোটের প্রচারে শুরুতেই ভরসা মোদি!



Odd বাংলা ডেস্ক: মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প মোদি-ম্যাজিক দেখাতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোটপ্রচারের প্রথম ভিডিওতেই ‘পরম বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের অংশ রাখা হয়েছে। রয়েছে ভারতে ট্রাম্পের সভার কিছু মুহূর্তও। আর এই সবের মূল লক্ষ্যই হলো বিশ লক্ষ ইন্দো-আমেরিকানের ভোট পকেটস্থ করা। ১০৭ সেকেন্ডের ভিডিও'র শুরুতেই প্রধানমন্ত্রীর হাউস্টনের সভার ভিডিও ক্লিপ রাখা হয়েছে। যেখানে মোদি ট্রাম্পের পরিচয় করাতে গিয়ে বলছেন, এনার নাম আলাদা করে বলার প্রয়োজন নেই। তাঁর নাম প্রতিটি কথোপকথনেই উঠে আসে। উনি আমেরিকার প্রেসিডেন্ট। প্রায় ৫০ হাজার ইন্দো-আমেরিকানের সামনে হাউস্টনে প্রধানমন্ত্রী মোদির জন্য এই সভার আয়োজন করা হয়েছিল। এবার সেই সভার ভিডিওর অংশই ট্রাম্পের প্রচারে ব্যবহার করা হল। শুধু হাউস্টনের সভারই নয়, ওই ভিডিও'র অংশ হয়েছে ট্রাম্পের গুজরাটের সফরের মুহূর্তও। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে পরিবার বলে পরিচয় করাতে দেখা গিয়েছে। আবার ট্রাম্প বলেছেন, আমেরিকার ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। ওয়াকিবহাল মহল বলছে, ভারতীয়দের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে জনপ্রিয়তা রয়েছে তা কাজে লাগাতে চাইছেন ট্রাম্প। আর তাই বারবার প্রচারে ভারতের বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। তবে স্রেফ ডোনাল্ড ট্রাম্প নন, জো বাইডেনের ভোটপ্রচারেও বারবার ভারতীয়দের কথা উঠে আসছে। ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস তো দক্ষিণ ভারতে কাটানো ছেলেবেলার কথাও তুলে ধরেছেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট ভোটের বৈতরণী পার করতে সেই মোদি ম্যাজিকেই ভরসা রাখলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Blogger দ্বারা পরিচালিত.