বিশ্বের সবচেয়ে বড় রাম মূর্তি তৈরি হচ্ছে ভারতের 'মাঞ্ঝা বরেতা' গ্রামে, 'স্টাচু অব লিবার্টি'-র কাছে শিশু



Odd বাংলা ডেস্ক: অযোধ্যা থেকে মোটে ৩ কিলোমিটার দূরে অবস্থিত মাঞ্ঝা বরেতা। আর এই গ্রামেই তৈরি হচ্ছে রাম মন্দিরের জন্য সবচেয়ে বড় মূর্তি। বিশ্বের সবচেয়ে বড় স্টাচ্যু বর্তমানে আছে চিনে। এটি একটি গৌতম বুদ্ধর মূর্তি। 

রাম মন্দিরের ভূমি পূজন সংক্রান্ত আরও খবর পড়ুন এই লিঙ্কে

কিন্তু রামমন্দিরের ওপর যে মূর্তি তৈরি করা হচ্ছে সেটা হতে চলেছে সেটা চিনের  সেই মূর্তির থেকেও দুই গুণ বড়। ভারতের বুকে এখন সর্বোচ্চ মূর্তি হল সর্দার বল্লভ ভাই প্যাটেলের। এর উচ্চতা ১৮২ মিটার। 

কিন্তু অযোধ্যায় যে রামের মূর্তি তৈরি হচ্ছে সেটা ৩০২ মিটার উচ্চতা যুক্ত হবে। বর্তমানে চিনে যে মূর্তিটা বিশ্বের সর্বোচ্চ, তার উচ্চতা ২০৮ মিটার। অতএব ভারতেই তৈরি হবে বিশ্বের বৃহত্তম মূর্তি।  
Blogger দ্বারা পরিচালিত.