গবেষণা মতে, নিয়মিত সহবাস নারীর আয়ু বাড়ায়
Odd বাংলা ডেস্ক: বিজ্ঞানীরা হরহামেশা নতুন কিছু উদ্ভাবন করে তাক লাগিয়ে দেন বিশ্বকে। তেমন করে আবারও নতুন গবেষণা নিয়ে হাজির হলেন তারা। তাদের মতে, নিয়মিত সহবাসে মেয়েদের আয়ু বৃদ্ধি পায়।
একটি গবেষণা বলছে- যত বেশি সহবাস, তত বেশি বাড়ে জীবনকাল। তবে এক্ষেত্রে মেয়েদের আয়ু বেশি বাড়ে- এমনটিই বলছেন বিজ্ঞানীরা। মার্কিন গবেষকেরা ২০ থেকে ৫০ বছর বয়সী ১২৯ নারীকে নিয়ে একটি গবেষণা চালান।
সেখানে তারা নারীদের রক্ত পরীক্ষা করে দেখতে পান, শারীরিক মিলনের সময় উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ফলে সারা শরীরে রক্তপ্রবাহের মাত্রা বেড়ে যায়। এর ফলে সারা শরীরের প্রতিটি কোষে সঠিক মাত্রায় অক্সিজেন পৌঁছায়। আর তাই নিয়মিত যারা সহবাস করেন তারা অন্যদের তুলনায় বেশি সুস্থ।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকদের মতে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিস্কার। মনের উদাসিনতা দূর করতে সহবাস ভীষণ জরুরি। মানসিক দিক থেকে বিরক্তির নানা কারণ শারীরিক মিলনের মাধ্যমে দূর হয়ে যায়। শারীরিক মিলনের সময় হরমন নিঃসরণ হয়, তাই মন শান্ত থাকে। এর ফলে কাজের ক্ষমতা বাড়তে থাকে।
নিয়মিত ভাবে শারীরিক মিলনের ফলে নারীর যৌবন অনেক দিন পর্যন্ত অটুট থাকে। এর মাধ্যমে ফিটনেসের মাত্রা বাড়ে। শারীরিক মিলনের ফলে মনে স্বস্তি থাকে। সারা দিনের কাজে এই স্বস্তির প্রভাব দেখা যায়। সারা দিনের ক্লান্তি এবং নানা রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।





Post a Comment