শুকনো লঙ্কার গুঁড়ো মেরে সোনার দোকানে লুঠ, কিন্তু উপস্থিত জনতার হাতে পাকড়াও, অতঃপর



Odd বাংলা ডেস্ক: পুরো ঘটনা ধরা পড়েছে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়। স্বর্ণের দোকানের মালিকের চোখে শুকনো লঙ্কার গুঁড়া নিক্ষেপ করে ছিনতাইয়ের চেষ্টা করেন এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার ভারতের ইন্দোরে ঘটনাটি ঘটেছে। এ যাত্রায় সফল হতে পারেননি ওই ব্যক্তি। উপস্থিত জনতা তাকে আটক করে পিটিয়েছে। অভিযুক্ত যুবক এখন পুলিশের হেফাজতে আছেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম আনন্দ কুমার। মধ্যপ্রদেশের বাসিন্দা তিনি। সারাফা পুলিশ স্টেশনের ইনচার্জ অমৃত সিং বলেছেন, সারাফা এলাকায় স্বর্ণের দোকান আছে লাভিন সোনির। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি তার দোকানে যান। এরপর সোনা দেখতে থাকেন। তিনি আরো বলেন, কয়েক মিনিট পরেই লাভিনের চোখে শুকনো লঙ্কার গুঁড়া নিক্ষেপ করেন ওই ব্যক্তি। তখন সেখানে ৫০ গ্রামের বেশি স্বর্ণ বের করা ছিল। সেগুলো নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুকনো লঙ্কার গুঁড়া নিক্ষেপ করে সোনা নিয়ে পালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


Blogger দ্বারা পরিচালিত.