গৃহকর্মীকে আটকে দেহ ব্যবসা, দুবাইয়ে ৪ বাংলাদেশি প্রবাসীর শাস্তি


Odd বাংলা ডেস্ক: মানবপাচার এবং দেহব্যবসায় বাধ্য করার পাশাপাশি বেশ কয়েকটি অ’ভিযোগে চার বাংলাদেশি প্রবাসীসহ মোট সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে দুবাই কোর্ট অব ফার্স্ট ইন্সটেন্স। শুনানিতে বলা হয়, ইন্দোনেশিয়ান গৃহকর্মীকে বন্দি করে দেহব্যবসায় নামতে বাধ্য করেন ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি। তিনি এই মা’মলার প্রধান আ’সামি। তার স’ঙ্গে আরও তিন বাংলাদেশিকে সাত বছর করে কা;রা;দ’ণ্ড দেয়া হয়েছে। 

 প্রধান আ’সামি-সহ মোট দুজন ধ;রা প;ড়লেও বাকি দুজন পলা;তক। সোমবার খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশির কাছে ওই গৃহকর্মীকে বিক্রি করেন ২৩ বছর বয়সী এক পাকিস্তানি যুবক এবং দুই ইন্দোনেশিয়ান নারী। এই তিনজন ভুক্তভোগী নারীকে চাকরি দেয়ার কথা বলে দুবাইতে নিজেদের ফ্লাটে নিয়ে যান। কিন্তু পরে তাকে ৮০ হাজার টাকায় বাংলাদেশিদের কাছে বিক্রি করা হয়। কিনে নেয়ার পর ওই নারীকে একটি ভিলায় আট’কে রাখেন অ’ভিযুক্তরা। পতি’তালয় হিসেবে এই ভিলাটি ব্যবহার করা ’হতো।টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাজা ভোগ শেষ হলে তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে। 

 আল মুরাক্বাবাত পু’লিশ স্টেশনের দেয়া তথ্য অনুযায়ী, গত বছর ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। গৃহকর্মী নারী ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতে যান। প্রথমে কিছুদিন একটি বাড়িতে কাজ করেন। পরে সেটি ছেড়ে দিয়ে স্বদেশী আরেক নারীর কাছে কাজ চান। তিনি আ’দালতকে বলেছেন, ‘শারাজার এক বাড়িতে কাজ দেয়া হবে বলে আমাকে বিশ্বা’স করানো হয়েছিল। পরে বুঝতে পারি আমি বিক্রি হয়েছি। একটি বাড়িতে অন্য নারীদের স’ঙ্গে আমাকে জোর করে আট’কে রাখা হয়, তারা সবাই দে’হ’ব্যব’সায়ী।‘আমি ফিরে আসার জন্য কান্নাকাটি করি। কিন্তু প্রধান আসামী বলে আমাকে নাকি কিনে এনেছে।’
Blogger দ্বারা পরিচালিত.