সুশান্তের মৃত্যু রহস্য যেন হিচককের গোয়েন্দা উপন্যাস, আসল দোষী কে ক্রমে বাড়ছে রহস্য
Odd বাংলা ডেস্ক: ঠিক যেন হিচককের গোয়েন্দা উপন্যাস। যত দিন যাচ্ছে, সুশান্ত মামলা যেন ততই জটিল হয়ে উঠছে। প্রতি মুহূর্তে উঠে আসা নতুন তথ্য সকলকে অবাক করে দিচ্ছে। ১৪ জুন, বান্দ্রার ফ্ল্যাটে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। এমনটাই সকলে জানেন। শনিবারের পর রবিবার ফের সিদ্ধার্থ, দীপেশ, নীরজ, কেশবকে জেরা করছে CBI। তাঁদের DRDO গেস্ট হাউসে নিয়ে গিয়ে চলছে জেরা। এই নিয়ে দ্বিতীয়বার জেরা করা হচ্ছে সিদ্ধার্থ পিঠানিকে। আর নীরজকে তৃতীয়বার। তাঁদেরকে আলাদা আলাদাভাবে বসিয়ে জেরা করা হচ্ছে বলে খবর। জিজ্ঞাসাবাদের সময় সিদ্ধার্থ, নীরজ, কেশবদের CBI-এর তরফে চাপ দেওয়া হতে পারেও বলে জানা যাচ্ছে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, সিদ্ধার্থ, নীরজ, দীপেশ রা মুম্বই পুলিসকে যা বলেছিলেন, তার সঙ্গে CBI-কে যা বলছেন তারও মিল নেই।





Post a Comment