খুবই দরিদ্র, এভাবেই যেতে হয় স্কুলে!
Odd বাংলা ডেস্ক: নেই কোনও সেতু। নেই যাতায়াতের ব্যবস্থা। ভরসা বলতে অ্যালুমিনিয়ামের পাত্র। আর তাতে ভেসেই নদী পেরিয়ে স্কুলে যাচ্ছে একদল বাচ্চা। ডিজিটাল ইন্ডিয়ার যুগে যা নিতান্তই বেমানান। এমনটাই চিত্র দেখা গেল অসমের বিশ্বনাথ জেলায়। নদী পেরোনোর এই দৃশ্য ভাবিয়ে তুলবে যেকোনও অভিভাবককেই। গ্রামের নাম সুটিয়া। সেখানকার প্রাইমারি স্কুলের পড়ুয়াদের স্কুল ব্যাগের পাশাপাশি নিত্যসঙ্গী ওই বড় পাত্র। নদী পেরোনোর ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। ওই প্রাইমারি স্কুলের শিক্ষক জে দাস জানান, প্রতিদিন ভয়ে ভয়ে থাকি। এই বুঝি কোনও দুর্ঘটনা ঘটল। বর্ষাকালে ভয় আরও বেড়ে যায়। কোনও রাস্তা নেই, সেতু নেই। বাচ্চাদের অনেক হয়তো সাঁতারও জানে না। ঘটনার কথা শুনে নিজেও স্মম্ভিত সেখানকার বিজেপি বিধায়ক প্রমোদ বড়ঠাকুর। এটা সত্যিকার অর্থেই লজ্জার। বিনা প্রতিবাদে মেনে নেন তিনিও। দ্রুত সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন তিনি।





Post a Comment