খুব সাবধান, টি ব্যাগে প্লাস্টিক কণা!

Odd বাংলা ডেস্ক: চা ছাঁকার ঝামেলা না থাকায় টি ব্যাগের ব্যবহার অত্যধিক বেড়ে গেছে। কিন্তু এখানেই রয়েছে আসল কারসাজি। গবেষকরা বলছেন এসব টি ব্যাগে প্লাস্টিকের কণা থাকে!

ম্যাকগিল ইউনিভার্সিটির গবেষক নাখাইল জানিয়েছেন যে, টি ব্যাগের এক কাপ চায়ে ১১০০ কোটি প্লাস্টিক কণা আমাদের শরীরে ঢোকে! টি ব্যাগ এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়। যা গরম জলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তা থেকে প্লাস্টিক কণা গলে চায়ের সঙ্গে মিশে যায়। বাজারে প্রচলিত চারটি আলাদা আলাদা চা কোম্পানির টি ব্যাগের ওপর গবেষণা চালান তিনি। প্রতিবারই একই ফল আসে তার কাছে।

একটি টি ব্যাগ ১১০০ কোটি প্লাস্টিক কণা ছাড়াও ৩০০ কোটি অতিসূক্ষ্ম প্লাস্টিক কণা ছাড়ে বলে জানিয়েছেন তিনি। আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নাল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাঁর এই গবেষণার কথা সম্প্রতি প্রকাশিত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.