বিসর্জন হবে না পরিযায়ী মায়ের, বড়িশা ক্লাবের মাতৃমূর্তি সংরক্ষণ করার সিদ্ধান্ত মমতা সরকারের
Odd বাংলা ডেস্ক: এবারের দুর্গাপুজোয় বিশেষভাবে নজর কেড়েছিল বড়িশা ক্লাবের দুর্গা প্রতিমা। কারণ এবার তাঁর প্রতিমা সিংহবাহিনী নন, তিনি এক পরিযায়ী মা। করোনা আবহে জারি হওয়া লকডাউনে অভিবাসী শ্রমিকরা রাস্তা ধরে পায়ে হেঁটে ঘরে ফেরার করুণ দৃশ্য দেখেছিল তামাম দেশবাসী। সেই আদলেই বড়িসা ক্লাব গড়ে তুলেছিল তাদের মাতৃমূর্তি। আর এবার সেই মূর্তিই সংরক্ষণ করার দায়িত্ব নিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, শহরের কিছু হেভিওয়েট দুর্গাপুজো উদ্বোধনের পাশাপাশা বড়িশা ক্লাবের পুজোরও উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী, তখনই তিনি ওই ফাইবারের দুর্গা প্রতিমাটি সংরক্ষণের কথা বলেছিলেন সংশ্লিষ্ট দফতরকে। এরপর সেই সিদ্ধান্ত মেনেই দুর্গা প্রতিমাটি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বড়িশা ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম ছিল 'ত্রাণ'। শিল্পী রিন্টু দাসের ভাবনায় পরিযায়ী মায়ের মূর্তিটি গড়েছিলেন কৃষ্ণনগরের শিল্পী পল্লব ভৌমিক। প্রথমে জানা গিয়েছিল, নিউটাউনের ইকো পার্কে নিয়ে যাওয়া হবে এই মূর্তিটি, কিন্তু পরে স্থির করা হয় যে, রবীন্দ্র সরোবরের সংগ্রহশালাতেই রাখা হবে এটি।





Post a Comment